মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানের রাজধানী কাবুলে আজ শনিবার একের পর এক রকেট হামলায় অন্তত একজন নিহত ও আরো দু'জন আহত হয়েছে। এক মাসেরও কম সময়ের মধ্যে এ ধরনের দ্বিতীয় রকেট হামলার ঘটনা এটি। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানান, কাবুলের পার্শ্ববর্তী লেবি জার এলাকা থেকে ১০টি রকেট ছোড়া হয়েছে। সেসব রকেটের মধ্যে কাবুল বিমানবন্দরের কাছে আঘাত হেনেছে তিনটি এবং বাকি সাতটি আঘাত হেনেছে আবাসিক এলাকায়।
রকেট হামলার ঘটনায় বিমানবন্দরে থাকা একটি বিমানের জানালা ভেঙে গেছে। তবে নিজের নাম প্রকাশ না করার শর্তে তা জানিয়েছেন বিমানবন্দরের একজন কর্মকর্তা। যদিও হামলার সময় বিমানটি খালি ছিল এবং সেখানে কেউ আঘাত পায়নি বলে জানিয়েছেন তিনি। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। হামলার উদ্দেশ্য সম্পর্কেও এখনো জানতে পারেনি নিরাপত্তা বাহিনী। সূত্র: আল-জাজিরা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।