Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদ্রোহীসহ ১৭ জনের নামে মামলা

যশোরে আ.লীগ কর্মী নিহত

যশোর ব্যুরো : | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

যশোরের বাঘারপাড়া উপজেলার উপ-নির্বাচনে বেতালপাড়ায় নির্বাচনী সহিংসতায় আ.লীগ কর্মী খালেদুর রহমান টিটো নিহতের ঘটনায় আ.লীগের বিদ্রোহী প্রার্থী দিলু পাটোয়ারীসহ ১৭জনের নামে মামলা হয়েছে। নিহতের ভাই বদর উদ্দিন বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে বাঘারপাড়া থানায় এ মামলা করেন। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আ.লীগ কর্মী খালেদুর রহমান টিটো (২৪) উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকা প্রতীকের কর্মী হয়ে কাজ করছিলেন। গত বুধবার রাতে তিনি ও আ.লীগের কয়েকজন কর্মী বেতালপাড়া বাজারে নির্বাচনী প্রচারণায় ছিলেন। এসময় স্বতন্ত্র প্রার্থী দিলু পাটোয়ারীর কর্মী-সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন টিটো। চিকিৎসাধীন অবস্থায় পরদিন সকালে তিনি মারা যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ