Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা ভ্যাকসিন নিলে মদ্যপান নিষিদ্ধ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২০, ৪:৩১ পিএম

প্রাণঘঘাতি করোনাভাইরাসের ভ্যাকসিন নিলে মদ পান করা যাবে না। টিকা নিলে অ্যালকোহল এক্কবারেই গ্রহণ করা যাবে না এমন নিষেধাজ্ঞা জারি হচ্ছে। ভ্যাকসিন প্রস্তুতকারক বিজ্ঞানীরা জানাচ্ছেন, অ্যালকোহল নিলেই ভ্যাকসিন কাজ করা বন্ধ করে দেবে। বিশেষজ্ঞদের এমন বার্তায় সুরারসিকদের মুখ ভার, বেহাল অবস্থা। প্রায় লকডাউন এর মতো অবস্থা! আবার একেকটি ভ্যাকসিনের ক্ষেত্রে রয়েছে একেক রকম নিষেধাজ্ঞা। যেমন: ভারত বায়োটেকের কোভ্যাকসিন নিলে চুরানব্বই দিন অ্যালকোহল ছোঁয়া যাবে না। -কলকাতা২৪, সংবাদ প্রতিদিন, বেঙ্গলী নিউজ১৮

আবার, রাশিয়ার স্পুটনিক ফাইভ ভ্যাকসিন নিলে ষাট দিন মদের সাথে স্পর্শহীন থাকতে হবে। মডার্নার ভ্যাকসিন নিলে বিয়াল্লিশ দিন মদ পান চলবে না। একদিকে কালান্তক করোনা, অন্যদিকে মোহময়ী সুরার হাতছানি। এক্ষেত্রে অবশ্য ভ্যাকসিনের জেতার সম্ভাবনাই বেশি। পশ্চিম বাংলার মদ বিক্রেতাদের অবশ্য এখন মাথায় হাত। লকডাউনে প্রচুর ব্যবসা হারিয়েছেন তারা। এরপর বাণিজ্যিকভাবে ভ্যাকসিন বাজারে এলে বিক্রিবাট্টা কমবে। কিন্তু কমুক বাণিজ্য, আসুক ভ্যাকসিন এই নীতি নিয়ে চলছেন তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ