বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কর্মস্থল থেকে নিখোঁজের ৩১ দিনেও হদিস মিলেনি লালকুঠি মোড় হেলথ কেয়ার ডিস্ট্রিবিউশনের গাড়ি চালক জাহাঙ্গীর আলমের। অফিসের কর্মকর্তার দুর্নীতির তথ্য জানার কারণে তাকে গুম করা হয়েছে বলে দাবি জাহাঙ্গীরের পরিবারের। নিখোঁজ স্বামীর সন্ধানের দাবিতে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরী করেছে তার স্ত্রী। রংপুরের কোতয়ালী থানায় জিডি নং ৯৩৩।
নিখোঁজ জাহাঙ্গীর আলম (৩৪) দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কাটলা বাজার এলাকার সহিদুল ইসলামের ছেলে। সে হেলথ কেয়ার ডিস্ট্রিবিউশনে গাড়ি চালক হিসেবে কর্মরত ছিলো।
নিখোঁজ জাহাঙ্গীরের স্ত্রী নাসরিন নাহার বলেন, আমার স্বামী জাহাঙ্গীর রংপুরের লালকুঠি এলাকায় হেলথ কেয়ার ডিস্ট্রিবিউশনে গাড়ি চালক হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের ন্যায় ১০ নভেম্বর অফিসে ডিউটিতে গেলে রাতে ম্যাসে ফেরার কথা থাকলেও সে আর ফিরে আসেনি তার সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম মোবাইল ফোনের নাম্বারটিও বন্ধ পাওয়া যায়।অফিসের ইনর্চাজ ফুয়াদের বিভিন্ন দূর্নীতি জানার কারনে আমার স্বামীকে গুম করেছে বলে দাবি তার। হেলথ কেয়ার ডিস্ট্রিবিউশনের প্রধান কার্যালয়ে বার বার যোগাযোগ করা হলেও তাদেও কোন সহযোগিতা পাচ্ছি না,বরং তারা আমাদের উপর দোষারপ করছে।আমি সরকারের কাছে অনুরোধ করবো আমি কিছু চাই না আমি চাই আমার স্বামীকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।