Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হতাশায় শুরু, ইতিহাসে শেষ

প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : অলিম্পিক ইতিহাসে অ্যাথলেটিক্সের যেখানে আর কোনো নারী অ্যাথলেটের ৫টি স্বর্ণ পদকও নেই, সেখানে অ্যালিসন ফেলিক্স জিতলেন ষষ্ঠ শিরোপা। মেয়েদের ৪*৪০০ মিটার রিলেতে সতীর্থদের সঙ্গে প্রথম হয়ে অনন্য এই রেকর্ড গড়লেন যুক্তরাষ্ট্রের এই স্প্রিন্টার। সেই সাথে এই ইভেন্টে টানা ছয়টি আসরে স্বর্ণ জিতল যুক্তরাষ্ট্র। এটিও একটি ইতিহাস। রিও গেমসের পঞ্চদশ দিনের সকালে ৩ মিনিট ১৯.০৬ সেকেন্ডে দৌড় শেষ করে যুক্তরাষ্টের মেয়েরা। জ্যামাইকা ৩ মিনিট ২০.৩৪ সেকেন্ড নিয়ে রুপা ও যুক্তরাজ্য ব্রোঞ্জ জেতে।
চার বারের অলিম্পিয়ান ফেলিক্সের রিও শুরু হয়েছিল হতাশা দিয়েই। ২০০ মিটার স্প্রিন্টের ফাইনালে উঠতে পারেননি তিনি। এরপর ৪০০ মিটারে একটুর জন্য রুপা জিততে হয় তাকে। তবে ৪*১০০ মিটার রিলেতে সতীর্থদের সঙ্গে প্রথম হওয়ায় ক্যারিয়ারের পঞ্চম অলিম্পিক স্বর্ণ পেয়ে যান তিনি। অ্যাথলেটিক্সে কোনো নারী অ্যাথলেট চারটির বেশি সোনালী পদকই জিততে পারেনি। এবার তো স্বর্ণে সংখ্যা ছয়টিতে নিয়ে গেলেন ফেলিক্স। বেইজিংয়ে ৪*৪০০ মিটার রিলের স্বর্ণ জেতার পর লন্ডনে ২০১২ অলিম্পিকে ২০০ মিটার স্প্রিন্ট এবং ৪*১০০ ও ৪*৪০০ মিটার রিলের সোনালী আভায় মুড়িয়েছিলেন ফেলিক্স। রিওতে জিতলেন দুটি রিলের স্বর্ণ।
অলিম্পিকে সব মিলিয়ে ফেলিক্সের পদক হলো ৯টি। রিওতে ৪০০ মিটারে রুপা ছাড়াও এথেন্স ও বেইজিং অলিম্পিকে ২০০ মিটারে রুপা জিতেছিলেন তিনি। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে যুক্তরাষ্টের সবচেয়ে বেশি পদক পাওয়া এই নারী অ্যাথলেট সাংবাদিকদের বলেন, ‘আমি এখন পেছনে ফিরে দেখতে পারি আমি কি অর্জন করেছি। আমি সত্যিই গর্বিত। ট্র্যাক অ্যান্ড ফিল্ড আমাকে যা দিয়েছে তাতে আমি সত্যিই কৃতজ্ঞ।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হতাশায় শুরু
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ