নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
২০৮ রানের লক্ষ্যে খেলতে নেমেছিল বাংলাদেশ নারী দল। কোনো উইকেট না হারিয়ে করে ফেলেছিল ৬৯ রানও। তাতে আশার পালে হাওয়া লেগেছিল। বাংলাদেশ বোধ হয় বিশ্বকাপের প্রথম ম্যাচেই চমকে দেবে। কিন্তু শেষ অবধি হয়নি সেটি। গতকাল ১৭৫ রানে অলআউট হয়ে দক্ষিণ আফ্রিকার নারী দলের কাছে ৩২ রানে হেরেছে বাংলাদেশ।
কাছে গিয়েও এমন হারে হতাশায় মুষরে না গিয়ে পরের ম্যাচেই জ্বলে ওঠার ইঙ্গিত দিলেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, ‘বোলিংয়ে যেহেতু আমরা ভালো করেছি, ব্যাটিংয়ে আমাদের পটেনশিয়াল আছে। সামনের ম্যাচগুলোতে যদি আমরা আমাদের মতো করে ভালো ক্রিকেটটা খেলতে পারি, আমার কাছে মনে হয় এর থেকে ভালো করতে পারবো।’ জ্যোতি নিজেও খেলেছেন ৫৯ বল। ২৯ রান করে শেষ অবধি অবশ্য হয়েছেন রান আউট। দুই ওপেনারের ইনিংসও ছিল ধীরগতির। নিজের ব্যাপারে জ্যোতি বলছেন, তখন তার মনে হয়েছিল, দ্রুত শট খেলে আউট হলে দলের ইনিংস লম্বা হবে না, ‘বোলাররা বরাবরই ভালো করেছি। ব্যাটিংয়ে ভালো শুরু পাওয়ার পরও মিডল ওভারে যেহেতু অনেকগুলো উইকেট হারিয়েছি। তখন একটু সময় নিয়ে খেলা দরকার ছিল। এজন্যই সময় নেওয়া। সাধারণত মিডল অর্ডারে যারা ব্যাট করি, তারা আজকে (গতকাল) ওই খেলাটা খেলতে পারিনি, যার কারণে ম্যাচটা এরকম হয়েছে।’
উদ্বোধনী ব্যাটসম্যান মুর্শিদার নিচে খেলার ব্যাখ্যায় জ্যোতি বলেছেন, ‘আমাদের এটা পরিকল্পনার অংশ ছিল। কারণ শেষ কয়েকদিন মুর্শিদার ব্যাট দেখেছি, ও কমফোর্ট ছিল না। নিজেদের মধ্যে যখন অনুশীলন ম্যাচ খেলেছি, নিচে ও একটু ভালো করেছিল, এত নিচেও না, টু ডাউনে ও ভালো করেছে। সেখান থেকে ওকে ওখানে খেলানোর পরিকল্পনা ছিল। আমার মনে হয় ও নিজের মান অনুযায়ী খেলতে পারেনি। সামনের ম্যাচে অবশ্যই করতে পারবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।