Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বছরে ৬০ লাখ টন পরিবহন হবে ইরান-আফগান রেলপথে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২০, ৯:১৩ পিএম

ইরান-আফগান রেলপথে বছরে ৬০ লাখ টন পরিবহন হবে বলে জানিয়েছেন
ইরানের সড়ক ও শহর উন্নয়ন মন্ত্রী মোহাম্মদ এসলামি। তিনি বলেন, একই সঙ্গে এ রেলপথে বছরে দশ লাখ যাত্রী যাতায়াত করতে পারবে এবং ইরান ও আফগানিস্তানের মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে এ রেলপথ চালু করা হয়। -মেহের

তিনি বলেন, কাহফ-হেরাত রেলপথে বছরে ৬০ লাখ টন মালামাল পরিবহন করা যাবে। ইরানের মন্ত্রী এসলামি বলেন, দুটি দেশ একই ইতিহাস ও সংস্কৃতির ধারক বাহক। এক্ষেত্রে দুটি দেশেরই আরো উন্নয়ন সম্প্রসারণের সুযোগ রয়েছে। এ রেলপথটি ২২৫ কিলোমিটার দীর্ঘ। আরো ৮৫ কিলোমিটার রেলপথ নির্মাণ করে এ রেলপথের সঙ্গে যুক্ত হবে। ইরান ও আফগানিস্তানের ব্যবসায়ীরা দুটি দেশের মধ্যে তাদের ব্যবসা বৃদ্ধির সুযোগ হিসেবে এ রেলপথকে ব্যবহারে আগ্রহী। বছরে তারা এখন দুটি দেশের মধ্যে ১০ মিলিয়ন মালামাল আমদানি ও রফতানি করেন। এখন কাহফ-হেরাত রেলপথ দুটি দেশের বাণিজ্য বৃদ্ধিতেও সহায়ক হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রেলপথ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ