Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

টাঙ্গাইলে প্রথম নির্বাচন ধনবাড়ী পৌরসভার

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২০, ৩:২২ পিএম

দেশব্যাপী আসন্ন পৌর নির্বাচনে প্রথম দফায় টাঙ্গাইলের কোন পৌরসভার নির্বাচন না হলেও দ্বিতীয় দফায় একটি মাত্র পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী ১৬ই জানুয়ারি ভোট হবে জেলার একেবারে উত্তরের উপজেলা ধনবাড়ী পৌরসভার। ফলে এই পৌরসভার বাসিন্দাদের পাশাপাশি জেলাবাসীর দৃষ্টি এখন ওই পৌরসভার দিকে। প্রথমবারের মতো ইভিএমে ভোট হওয়ায় প্রার্থী ও ভোটারদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। উন্নয়ন ও অনুন্নয়ন নিয়ে রয়েছে নানা জল্পনা-কল্পনা।
স্থানীয় ও পৌরসভা সূত্র জানায়, টাঙ্গাইলের বিশিষ্ট ও প্রখ্যাত নবাব নওয়াব আলীর জন্মস্থান হলো ধনবাড়ী উপজেলা। এই উপজেলা শহরের পৌর এলাকায়ই রয়েছে তার নওয়াবী মহল। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত তৃতীয় শ্রেণির এ পৌরসভাটি বর্তমানে দ্বিতীয় শ্রেণির নাগরিক সুবিধা ভোগ করছে। নয়টি ওয়ার্ডের সমন্বয়ে গঠিত পৌরসভাটির বর্তমান মেয়র উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার মঞ্জুরুল তপন। তিনি দ্বিতীয়বারের মতো পৌরপিতার দায়িত্ব পালন করছেন। সংসদীয় এই আসনের (মধুপুর-ধনবাড়ী) সংসদ সদস্য হলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তার অবস্থান ও ব্যক্তি ইমেজের কারনেই এই উপজেলার সকল ধরণের নির্বাচন বিশেষ গুরুত্ব পেয়ে থাকে।

এদিকে নির্বাচনকে ঘিরে মনোনয়ন প্রত্যাশীরা তদ্বির, লবিংয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। পৌরসভার সমস্যা তুলে ধরে সমাধানের আশ্বাস দিচ্ছেন। ক্ষমতাশীন দলের হয়ে প্রার্থী হওয়ার দৌড়ে আছেন অন্তত পাঁচজন। এদের মধ্যে বর্তমান মেয়র খন্দকার মঞ্জুরুল তপন। তিনি উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক। এছাড়াও উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রবীন রাজনীতিবিদ বদিউল আলম মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ সাইফুল ইসলাম বেলাল ও উপজেলা যুবলীগের সভাপতি মোঃ মনিরুজ্জামান বকল এবং উপজেলা আ’লীগের সদস্য মোহাম্মদ আলী কিসলু।
এছাড়াও বিএনপি থেকে মনোনয়নের দৌড়ে রয়েছেন দুইজন। পৌর বিএনপি’র আহ্বায়ক এসএমএ ছোবহান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফেজ মোঃ খাইরুল ইসলাম। তারা বলেন, রাতের বেলা সিল মারা নির্বাচনের প্রতি মানুষের আস্থা কম। ডিজিটাল কারচুপি না হলে ইভিএম ভোটে তাদের আপত্তি নেই বলেও জানান।

বর্তমান মেয়র তার উন্নয়নের চিত্র তুলে ধরে আবার নির্বাচিত হলে সমস্যা গুলো দূর করার প্রতিশ্রুতি দিচ্ছেন। এই পৌরসভাকে তীলোত্তমা শহরে পরিণত করার স্বপ্ন দেখছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বীরাও পৌর এলাকার নানা সমস্যার কথা তুলে ধরে এই পৌরসভাকে আধুনিক ও নিরাপদ পৌরসভা উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন।

তবে ইভিএমে ভোট নিয়ে নানা মত প্রকাশ করলেন ভোটাররা। কিসামত ধনবাড়ী এলাকার বাসিন্দা যুবক মেহেদী হাসান বলেন, ইভিএম এর মাধ্যমে ভোট হলে আমাদের মতো শিক্ষিত ভোটারদের কোন সমস্যা হবে না। তবে বয়স্ক, অশিক্ষিত ভোটারদের সমস্যা হতে পারে।
নিজবর্নি এলাকার আসলাম বলেন, এখন পর্যন্ত আমরা ইভিএমের মাধ্যমে ভোট দেইনি। ভোট দেওয়ার পদ্ধতি আগে আমাদের শেখাতে হবে। না হলে উদ্দেশ্য সফল না হয়ে প্রশ্নবিদ্ধ হবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা করুনা সিন্ধু চাকলাদার জানান, এই পৌরসভার নয়টি ওয়ার্ডের ১৫টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এখানে মোট ভোটার রয়েছে ৩০ হাজার তিনজন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৪৬৩ জন এবং মহিলা ভোটার ১৫ হাজার ৫৪০জন। ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পৌরসভা নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ