যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু ও মিজানুর রহমান মিল্টন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে যুক্ত হলেন
যুক্তরাষ্ট্র বিএনপির তিন নেতাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তরা হলেন
যুক্তরাষ্ট্রের মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ খসরু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন । স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ১১টায় মেরিল্যান্ড মন্টগোমারী জেনারেল হাসপাতালে তিনি মারা যান। মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের একটি সূত্র এ খবর নিশ্চিত করেছেন।
কয়েক বছর আগে মেট্রো ওয়াশিংটন (ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড ও ওয়াশিংটন ডিসি) আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন ইফতেখার আহমেদ খসরু। দীর্ঘদিন ধরে মেট্রো ওয়াশিংটন এলাকায় বসবাসকারী এই প্রবাসী আওয়ামী লীগ নেতার দেশের বাড়ি সিলেটের সুনামগঞ্জ শহরে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজন রেখে গেছেন।
ইফতেখার আহমেদ খসরুর মৃত্যুর খবরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ পরিবারসহ প্রবাসীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। মেট্রো ওয়াশিংটনের আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথকভাবে শোক প্রকাশ করেছেন এবং একই সঙ্গে তারা সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।