পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
পুলিশ সুপার পদমর্যাদায় ২৫ পুলিশ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত পৃথক আদেশে তাদের বদলি করা হয়।
বদলিকৃতরা হলেন- মৌলভীবাজার জেলার পুলিশ সুপার ফারুক আহমেদকে কুমিল্লা জেলায়, বরগুনা জেলার পুলিশ সুপার মো. মারুফ হোসেনকে বরিশাল জেলায়, কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানকে পাবনা জেলায়, শেরপুর জেলার পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমকে গাজীপুর জেলায়, রাঙামাটি জেলার পুলিশ সুপার মো. আলমগীর কবিরকে পুলিশ অধিদপ্তরে, বরিশাল জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলামকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), কুমিল্লা জেলার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামকে ঢাকা মহানগরীতে, পাবনা জেলার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামকে পুলিশ অধিদপ্তরে, গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান ও মাগুরা জেলার পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ানকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামানকে স্পেশাল প্রটেকশন ব্যাটালিয়ন-১ এ, রাজবাড়ী জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।
এছাড়া নৌ পুলিশ ইউনিটের পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আরেফকে খুলনা রেঞ্জে, কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ হেমায়েতুল ইসলামকে হবিগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, অপরাধ তদন্ত বিভাগের বিশেষ পুলিশ সুপার তাসমিয়াহ্ তাহলীলকে পুলিশ অধিদপ্তরে, কক্সবাজার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মো. তারিকুল ইসলামকে কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নে, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সৈয়দা জান্নাত আরাকে কুড়িগ্রাম জেলায়, ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মীর মোদ্দাছছের হোসেনকে রাঙামাটিতে, বরিশাল মহানগর পুলিশের উপ-কমিশনার মুহাম্মদ জাহাঙ্গীর মল্লিককে বরগুনা জেলায়, ঢাকা প্রটেকশন ব্যাটালিয়ন-১ এর পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ইসলামকে মৌলভীবাজার জেলায়, পুলিশ অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক মোহাম্মদ জহিরুল ইসলামকে মাগুরা জেলায়, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে ঠাকুরগাঁও জেলায়, আয়েশা সিদ্দিকাকে গোপালগঞ্জ জেলায়, পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরীকে শেরপুর জেলায় এবং খুলনা মহানগর পুলিশের উপ কমিশনার এমএম শাকিলুজ্জামানকে রাজবাড়ী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।