Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভূঞাপুরে ফসলী জমি খননের পায়তারা প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ভূঞাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২০, ৪:০৭ পিএম

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী তীরবর্তী কৃষকের নামে রেকডিও ভূমিতে অপরিকল্পিত ভাবে খননের কাজে পায়তারার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে এলাকার কৃষকরা।গতকাল বুধবার(০৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার গাবসারা ইউনিয়নের রেহাইগাবসারা গ্রামের পূর্বপপাশে বালুচরে এ বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে গাবসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক,কৃষক আসাদুল ইসলাম, ফরহাদুল ইসলাম শাপলা প্রমুখ। বিক্ষুব্ধ এলাকাবাসীর দাবি যাতে রেকডিও মালিকানা সম্পত্তি কেটে নদী খনন না করা হয়।

জামালপুর পানি উন্নয়ন বোর্ড যমুনা নদীর জামালপুর অংশে নদী খনন ও শাসনের কাজ মূল নদীর মধ্য দিয়ে করলেও যমুনা নদীর টাঙ্গাইলের ভূঞাপুর অংশে অসাধু বালু ব্যবসায়ীদের যোগসাজশে উপজেলার অর্জুনা, কুঠিবয়ড়া, ভরুয়া, জগৎপুরা, তালতলা, সুবর্ণচর, রাজাপুর, রামপুর, গোবিনাথপুর, জুঙ্গীপুর, চাঁনগঞ্জ রুলীপাড়া, বেলটিয়াপাড়া ও ডিগ্রিচরসহ বেশ কিছু গ্রামের চরাঞ্চলের হাজার হাজার একর ফসলি জমি খনন করার জন্য ড্রেজার বসানোর কাজ চলছে। ফলে ফুঁসে উঠেছে এলাকাবাসী। এ অবৈধ নদী খনন কাজ বন্ধের জন্য তারা দফায় দফায় মানববন্ধ, বিক্ষোভ সমাবেশ করে আসছে।

গাবসারা ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান বলেন, আমার এলাকার রেকডকৃত জমি কোন অবস্থাতেই খনন করে নদী বানাতে দেবো না। এ বিষয়ে মাননীয় প্রধান মন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ মিছিল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ