Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মুসলিমরাও যে অন্য ধর্মের লোক দ্বারা আক্রান্ত হতে পারেন, তা নিউজিল্যান্ড পুলিশ ঘুণাক্ষরেও ভাবেননি : ক্রাইস্টচার্চ তদন্ত প্রতিবেদন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২০, ৪:০০ পিএম

প্রকাশিত ক্রাইস্টচার্চ হামলার তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়, নিউজিল্যান্ড পুলিশ আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছিলো, তবে হামলা আটকানো ছিলো অসম্ভব ব্যাপার। তদন্ত প্রতিবেদনে গগুরুত্বের সাথে উল্লেখ করা হয়, নিউজিল্যান্ড পুলিশের পুরো মনোযোগই ছিলো ইসলামি সন্ত্রাসবাদের দিকে। মুসলিমরাও যে অন্য ধর্মের মানুষের দ্বারা আক্রান্ত হতে পারেন, তা তারা ঘুণাক্ষরেও ভাবেননি। -সিএনএন, বিবিসি, দ্য গার্ডিয়ান
কমিশনের মতে, বাংলাদেশি কোনও ক্রিকেটারের গায়ে আচড় পড়লে, সেই ক্ষত কখনই পূরণ করতে পারতো না নিউজিল্যান্ড। এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আর্ডের্ন বলেন, ‘কমিশন এমন কিছু পায়নি, যাতে বলা যাবে, এই হামলা আটকানো যেতো। এই হামলার পর নিজের ভুমিকার জন্য বিশ্বজুড়ে প্রশংসিত হন আর্ডের্ন। তিনি নি:শর্তভাবে ভিক্টিমদের পাশে দাঁড়িয়েছিলেন। প্রতিবেদনে আরও বলা হয়, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পরীক্ষা ও বাছাই এর ক্ষেত্রেও পুলিশের অবহেলা ছিলো। ক্রাইস্টচার্চের দুটি মসজিদে ২০১৯ সালের এই হামলায় ৫১ জন মারা যায়। রয়েল কমিশনের প্রতিবেদন অনুযায়ী, শেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী ব্রেন্টন ট্যারেন্ট এর ব্যাপারে কোনও ধরণের সতর্কতা জারি করতে ব্যর্থ হন গোয়েন্দারা। যে শহরে পরদিন আন্তর্জাতিক টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে, সে শহরের এই ধরণের নিরাপত্তা ঘাটতি মেনে নেবার মতো নয়। বিশেষত আল নূর জামে মসজিদে বাংলাদেশ দল যাচ্ছে, এমন তথ্য পুলিশের কাছে ছিলো, কিন্তু তারা গুরুত্ব দেননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিউজিল্যান্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ