Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্রমণের সঙ্গে সতর্কতা বাড়ছে দক্ষিণ কোরিয়ায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২০, ১২:০২ এএম

মহামারি করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ে বিপাকে পড়া দক্ষিণ কোরিয়া ভাইরাসটির বিস্তার ঠেকানো সংক্রান্ত বিধিনিষেধ-সতর্কতার মাত্রা বাড়ানোর ঘোষণা দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। বিবিসির অনলাইন প্রতিবেদন অনুযায়ী দেশটির রাজধানী সিউলসহ আশেপাশের এলাকাগুলোতে নিষিদ্ধ হবে ৫০ জনের বেশি সমাগম। বন্ধ থাকবে ব্যায়ামাগার ও কারাওকে বারগুলো। এদিকে রোববার দক্ষিণ কোরিয়ায় নতুন করে ৬৩১ জনের শরীরে মহামারি কোভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হয়েছে। গত নয় মাসে দেশটিতে একদিনে এত মানুষ করোনায় আক্রান্ত হননি। শুরুর দিকে অন্যান্য দেশ যখন করোনার প্রকোপ নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছিল, তখন আক্রমণাত্মকভাবে করোনার নমুনা পরীক্ষা ও রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্তের কারণে গোটা বিশ্বের প্রশংসা কুড়ায় দেশটি। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে করোনা পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। দেশটিতে এখন সক্রিয় কোভিড-১৯ রোগী ৭ হাজার ৮৭৩ জন। হাসপাতালে রোগীর সংখ্যা দ্রুত বৃদ্ধি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী পার্ক নিয়ং হু সতর্ক করে দিয়ে বলেছেন, যদি এখনই কিছু করা না হয় তাহলে আগামীতে গোটা দেশে মহামারি ভাইরাসটির সংক্রমণের বিস্তার আরও দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হবে। শনিবার থেকে রাজধানী সিউলের নগর কর্তৃপক্ষ কারফিউ জারি করেছে। আর এ কারণে রেস্তোরাঁ, বার ও ক্যাফেটেরিয়াসহ বেশিরভাগ ব্যবসায়িক কার্যক্রম রাত ৯টার মধ্যে বন্ধ করতে হবে। দক্ষিণ কোরিয়ায় মোট ৩৭ হাজার ৫৪৬ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৫৪৫ জন। এখন সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হলেও তুলনাম‚লক দক্ষিণ কোরিয়ার করোনা পরিস্থিতি ভালো। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ