Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহড়া চালাবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০২০, ১২:০০ এএম

বিদ্যমান করোনা পরিস্থিতির মধ্যেই বার্ষিক যৌথ সামরিক মহড়া চালাবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। তবে করোনার কারণে এবারের মহড়ার পরিসর ছোট হবে। দক্ষিণ কোরীয় মিডিয়ার বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, এ সপ্তাহেই দুই দেশের এ যৌথ মহড়া অনুষ্ঠিত হবে। তবে এবার সেনা সমাবেশ ঘটাবে না যুক্তরাষ্ট্র। সাধারণত প্রতি বছরের আগস্ট মাসে এ মহড়া অনুষ্ঠিত হয়। দুই দেশের সামরিক বাহিনীর প্রায় ১০ হাজার সদস্য এতে অংশ নেয়। তবে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এবার স্বল্প পরিসরে এটি আয়োজনের প্রস্তুতি নেয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র-দক্ষিণ-কোরিয়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ