মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইসরাইলের বিকল্প প্রধানমন্ত্রী বেনি গান্তজ বলেছেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজের স্বার্থকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। তিনি হামেশাই মিথ্যা কথা বলছেন এবং নিজ স্বার্থে দুর্নীতির আশ্রয় নিয়েছেন। এদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে একটি গাড়ির নিচে চাপা পড়ে ৮২ বছরের বিক্ষোভকারী ড্রো সেইফার মারা যান। তেল আবিবে কিরইয়াত ওনো এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই বিক্ষোভকারীকে হাসপাতালে নেয়া হলেও বাঁচানো যায়নি। ইসরাইলি পুলিশ বলছে এটি একটি দুর্ঘটনা। ড্রো সেইফার ইসরাইলে ফেসবুকের সিইও আদি সেইফার-টিনির পিতা। হিব্রু মিডিয়া এ তথ্য জানিয়েছে। গাড়িটি চালাচ্ছিলেন ২০ বছরের ইসরাইলি এক নারী সৈনিক। বিক্ষোভ দমনে ওই নারী সৈনিক দায়িত্ব পালন করছিল। কোভিড ভাইরাস দমনে ব্যর্থতা ও দুর্নীতির বিরুদ্ধে নেতানিয়াহুর পদত্যাগ চেয়ে ইসরাইলে গত ১৮ সপ্তাহ ধরে বিক্ষোভ হয়ে আসছে। বিক্ষোভকারীরা নেতানিয়াহুর বিচার দাবি করে আসছে। ইসরাইলের বিকল্প প্রধানমন্ত্রী বেনি গান্তজ নেতায়িয়াহুর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি রাষ্ট্রের বিপক্ষে নিজের স্বার্থকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। গান্তজ বলেন, নেতানিয়াহু মিথ্যা কথা বলছেন ও দুর্নীতির আশ্রয় নিয়েছেন। সেজন্য ইসরাইলি নাগরিকদের আস্থা হারিয়েছেন। কারণ, ইসরাইলে চতুর্থ নির্বাচনের কোনো প্রয়োজন নেই। জেরুজালেম পোস্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।