Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আর্সেনালকে হারিয়ে শীর্ষে টটেনহ্যাম

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২০, ৯:০৯ এএম

সন-হিয়ুং মিন ও হ্যারি কেনের গোলে ঘরের মাঠে আর্সেনালকে সহজেই হারাল টটেনহ্যাম। আর এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ফের টেবিলের শীর্ষে ফিরল হোসে মরিনহোর দল। রবিবার আর্সেনালকে ২-০ গোলে হারায় টটেনহ্যাম।

২৭৭ দিন পর টটেনহ্যামের দর্শকরা মাঠে খেলা দেখার সুযোগ পায়। ম্যাচ জুড়ে উৎসব করেছে তারাই।
মাত্র ১৩ মিনিটে সন-হিয়ুং মিন দলকে এগিয়ে দেন। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি কেন। বিরতির পর আর কোনো গোল না হলেও জয় পেতে অসুবিধা হয়নি স্বাগতিকদের।

কেন এদিন দারুণ এক ল্যান্ড মার্কে পৌঁছেছেন। পেশাদার ক্যারিয়ারে জাতীয় দল ও ক্লাব মিলে ২৫০ গোল হয়েছে তার।

এদিকে নিজেদের হারিয়ে খোঁজা আর্সেনাল আরেকটা হতাশার দিন কাটাল। লিগে শেষ সাত ম্যাচের পাঁচটিতেই হারল দলটি। পয়েন্ট টেবিলেও দলটার অবস্থান যাচ্ছেতাই।

১১ ম্যাচে ৫টিতেই হার দলটি। ৪ জয় ও ২ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে তারা আছে ১৫তম স্থানে।
সমান ম্যাচে ৭ জয় ও ৩ ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে টটেনহ্যাম। ২২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেমে গেছে চেলসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইংলিশ প্রিমিয়ার লিগ

১৮ জানুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ