মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইংল্যান্ডের জনগণকে উৎসাহিত করতে ফাইজারের তৈনি করোন ভ্যাকসিন নেবেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তার পরে তার স্বামী প্রিন্স ফিলিপও ভ্যাকসিন গ্রহণ করবেন। তবে সরকারি সূত্রের খবর, ৮০ বছর বা তার বেশি বয়সিদের দিয়ে ইংল্যান্ডে কোভিড টিকাকরণ শুরু হচ্ছে বলে অগ্রাধিকারের ভিত্তিতে রানি ও প্রিন্সকে টিকা দেয়া হবে না। টিকাকরণের জন্য আর পাঁচ জনের মতো ‘তাদেরও অপেক্ষা করতে হবে’।
জানা গেছে, প্রিন্স ফিলিপের আগেই ভ্যাকসিন নেবেন ৯৪ বছর বয়সি রানি দ্বিতীয় এলিজাবেথ। কয়েক সপ্তাহের মধ্যেই। কিন্তু তার ৯৯ বছর বয়সি স্বামী প্রিন্স ফিলিপ কবে টিকা নেবেন তা এখনও চূড়ান্ত হয়নি। তবে দু’জনেই কোভিড টিকা নেবেন তাদের ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে। যদিও প্রিন্স ফিলিপ এবং রানি এলিজাবেথ দু’জনেই প্রকাশ্যে ভ্যাকসিন নেবেন কি না তা নিয়ে কিছুটা সংশয় রয়েছে। প্রধানমন্ত্রী বরিস জনসন সরকারের একটি অংশ চাইছে প্রকাশ্যে কোভিড টিকাকরণ হোক রানি এলিজাবেথ ও তার স্বামী প্রিন্স ফিলিপের। তাতে ভ্যাকসিন সম্পর্কে সাধারণ মানুষের অমূলক ভয় কমানো যাবে। তবে এ ব্যাপারে রাজপরিবারের সম্মতি মিলেছে কি না, জানা যায়নি। রাজপরিবার সূত্রের খবর, যুবরাজ চার্লস ও তার পুত্র প্রিন্স উইলিয়ামও কোভিড ভ্যাকসিন নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তা আগামী বছরের শুরুর দিকে। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।