Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নৌকার মনোনয়ন প্রত্যাশী সাইফুজ্জামান সোহেলের নির্বাচনী পদযাত্রা

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২০, ২:৫৮ পিএম

আসন্ন টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাইফুজ্জামান সোহেলের নির্বাচনী পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১২টায় স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে নির্বাচনী পদযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানাপাড়ায় শেষ হয়।

পদযাত্রা শেষে বক্তব্য রাখেন নির্বাচনের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ সাইফুজ্জামান সোহেল, শহর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পিয়ার আলী প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান সুখন, সহ-সভাপতি শাহিনুর রহমান, জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তানভীরুল ইসলাম হিমেল ও বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংগঠণের নেতৃবৃন্দ।

পদযাত্রায় প্রায় দশ সহস্রাধিক রাজনৈতিক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পৌরসভা নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ