Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জয়পুরহাটে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, স্বামী আটক

জয়পুরহাট সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০২০, ২:০১ পিএম

জয়পুরহাট সদর উপজেলার বেড়ইল গ্রামে স্বামীর নির্যাতনে সুবর্ণা সরকার নামের এক গৃহবধুর মৃত্যু হযেছে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে স্বামী হৃদয় সরকারকে পুলিশ আটক করেছে। গেল রাতের কোন এক সময়ে ওই গৃহবধুকে নির্যাতনের পর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

নিহত সুবর্ণা সরকার জয়পুরহাট সদর উপজেলার বেড়ইল গ্রামে হৃদয় সরকারের স্ত্রী।

পুলিশ জানায়, হৃদয় সরকার দীর্ঘদিন থেকে নেশায় আসক্ত ছিলেন। প্রায়ই সে তার স্ত্রী সুবর্ণা সরকারকে কে মারধর করতোবুধবার রাতে ৯ মাসের শিশু কন্যা ও স্ত্রী সুবর্ণাকে নিয়ে হৃদয় নিজ কক্ষে শুয়ে পড়েন। পরে কলহের জের ধরে রাতের কোন এক সময় নির্যাতনের পর হৃদয় তার স্ত্রীকে শ্বসরোধে হত্যা করে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, নিহতের গলায় কাটা দাগ রয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ