মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাজ্য করোনাভাইরাসের টিকার অনুমোদনের পর এবার আগামী সপ্তাহের মধ্যে দেশটিতে করোনার টিকা প্রয়োগ শুরুর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মন্ত্রীদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে রাশিয়ার সরকার প্রধান জানিয়েছেন, ব্যাপক পরিসরে এই টিকা প্রয়োগ করা হবে। সেক্ষেত্রে চিকিৎসক ও শিক্ষকদের দেয়া হবে অগ্রাধিকার।
যুক্তরাষ্ট্র ফাইজার ও বায়োএনটেকের টিকা প্রয়োগের অনুমোদন দিলেও রাশিয়া স্পুটনিক ভি’র উপরও ভরসা রাখছে। এদিন পুতিন বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যেই তার দেশ ২০ লাখ টিকা সরবরাহ করবে।
প্রথম দেশ হিসেবে করোনা টিকা ব্যবহারের অনুমতি দিয়ে যুক্তরাজ্য জানিয়েছিল, ফাইজার ও বায়োএনটেকের টিকা করোনা প্রতিরোধে ৯৫ শতাংশ পর্যন্ত কার্যকর। অন্যদিকে রাশিয়ার দাবি স্পুটনিক ভি টিকা করোনার বিরুদ্ধে লড়তে ৯২ ভাগ কার্যকর।
সূত্র: রয়র্টাস
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।