Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সখিপুর পৌর কাউন্সিলর আ.লীগ নেতা শহীদের দখলে বনবিভাগের ৪ একর জমি

সখিপুর(টাঙ্গাইল) প্রতিনিধি | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০২০, ৬:০৪ পিএম

টাঙ্গাইলের সখিপুর পৌর ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও আ.লীগ সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম(শহীদ সিকদার এর বিরুদ্ধে সখিপুর উপজেলার হতেয়া রেঞ্জের কালিদাস বিটাধীন বনবিভাগের রোপনকৃত বৃক্ষ কেটে পরিস্কার করে প্রায় ০৪ একর জমি জবর-দখল করে রাখার অভিযোগ পাওয়া গেছে । এলাকাবাসী ও বনবিভাগের লোকজন জানায়,কালিদাস বিটের অধীন কীর্ত্তনখোলা মৌজার ৬১০নং দাগের বনবিভাগের প্রায় ০৪একর জমি ভূমিদস্যু শহীদ জবর-দখল করে পুকুর কেটে মাছ চাষ,ডেইরি ফার্ম ও পিয়ারা বাগান করেছে এবং কয়েকটি টিনের নির্মাণ করে বনবিভাগের জমি নিজের দখলে রেখেছে। অভিযুক্ত শহীদ সিকদার বলেন,আমি যা করেছি তা কালিদাস ফরেস্টার জানেন। এ বিষয়ে কালিদাস বিট অফিসার মোস্তানুর রহমান বলেন,জবর-দখলকৃত জমি উদ্ধারে এবং বৃক্ষ কর্তন করার অপরাধে শহীদ সিকদারের বিরুদ্ধে বন আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। বনবিভাগের জমি জবর-দখলকারী শহীদ সিকদারের বিচার দাবী করেছেন এলাকাবাসী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দখল

১৩ ডিসেম্বর, ২০২২
১৩ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ