Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীর বেগমগঞ্জে গাড়ী চোর চক্রের ৭সদস্য গ্রেপ্তার, গাড়ী উদ্ধার

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০২০, ৬:০২ পিএম

বেগমগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় সাড়াঁশি অভিযান চালিয়ে গাড়ী চোর চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে দু’টি চোরাই মোটরসাইকেল ও একটি সিএনজি উদ্ধার করেছে।

বুধবার সকালে ওসি মুহাম্মদ কামরুজ্জামান সিকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো,বেগমগঞ্জ উপজেলার দূর্গাপুর এলাকার আহসান উল্যার ছেলে রায়হান (২০), আবুল বাশারের ছেলে ইমাম হোসেন (২০), কিসমত করিমপুর এলাকার সাইফুল ইসলাম সজল (২০), হুমায়ন কবিরের ছেলে তাওহিদুর রহমান নিরব (২৩), আবুল কালামের ছেলে মোরশেদ (২২), রহমত উল্যার ছেলে ফিরোজ উদ্দিন (২১) ও উত্তর হাজীপুর গ্রামের লকিত উল্যার ছেলে লিমন (২৩)।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো আলমগীর হোসেন এর নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় সাড়াশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে গাড়ী চোর চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে রেজিস্ট্রেশন বিহীন দু’টি ১৬০সিসি মোটরসাইকেল ও একটি সিএনজি উদ্ধার করা হয়।

বেগমগঞ্জ থানার ওসি মুহাম্মদ কামরুজ্জামান সিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ৭আসামীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে, মামলা নং-০৩। দুপুরে আসামীদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ