Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নর্থ ইয়র্কশায়ার পুলিশ ইউনিফর্মে হিজাব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

ব্রিটিশ পুলিশের নর্থ ইয়র্কশায়ার পুলিশ ইউনিফর্মের অংশ হিসেবে হিজাবের অনুমোদন দিয়েছে। পুলিশ ইউনিফর্মের অংশ হিসাবে হিজাব পরিহিতা প্রথম মুসলিম নারী উজমা আমিরেড্ডি। দু’জন পুলিশ কর্মকর্তা নতুন করে পুলিশের উপযোগী হিজাবের নকশা করেন। ২০১৯ সালে সর্বপ্রথম ব্রিটিশ হিজাবধারী মুসলিম নারী পুলিশ উজমা আমিরেড্ডি আরেক পুলিশ কর্মকর্তা আরফান রাউফ-এর সাথে নতুন এই হিজাবের ডিজাইন করেন। উজমা বলেন, হিজাব আমাকে মুসলিম নারী পুলিশ কর্মকর্তা হিসেবে প‚র্ণাঙ্গতা দিয়েছে। নতুন এই হিজাবের দুইটি অংশ রয়েছে। একটি অংশ দিয়ে মাথা ঢেকে রাখা যার আর অপর অংশ দিয়ে গলা আবৃত করা যায়। তিনি বলেন, এটা সংঘাতের সময় সুরক্ষা দিতে পারবে। উজমা আমিরেড্ডি বলেন, আমি একজন ব্রিটিশ মুসলিম। আমি ব্রিটেনের সেবায় কাজ করতে চাই। পুলিশ কর্মকর্তা পেশা হিসেবে আমার দারুণ পছন্দের। কিন্তু এতদিন এই পেশা প‚র্ণ মুসলিম হওয়ার প্রতিবন্ধক ছিল। হিজাবের ডিজাইনার অপর পুলিশ কর্মকর্তা আরফান রাউফ বলেন, নতুন এই হিজাব নিয়ে আমরা দারুণ খুশি। এই হিজাব মানানসই। সমাজকে সঠিক বার্তা দিতে সক্ষম ও পেশাদারিত্ব বজায় রাখবে। একই সাথে মুসলিম নারীদের ম‚লবোধ বজায় থাকবে। নর্থ ইয়র্কশায়ার পুলিশ জানায়, নর্থ ইয়র্কশায়ার পুলিশের জন্য এই খুবই গুরুত্বপ‚র্ণ যে প্রত্যেক পুলিশ কর্মকর্তার কাজের জন্য উপযুক্ত পোশাক নির্বাচন করে দেয়া। আমরা যাদের সেবা দিয়ে থাকি তাদের প্রতিনিত্ব করাটাও জরুরী। এই দুই পুলিশ কর্মকর্তা পাকিস্তান বংশোদ্ভুত। উজমা আমিরেড্ডি লাহোরে জন্মগ্রহণ করেন। তিনি ১৩ বছর বয়সে ইংল্যান্ডে বসবাস শুরু করেন। নর্থ ইয়র্কশায়ার পুলিশে ১০ বছর আগে যোগ দেন। তিনি পাকিস্তানের এআরওয়াই টিভিতে দেয়া এক সাক্ষাতকারে বলেন, হিজাব শুধু আরাম ও স্বস্তিদায়কই না বরং মুসলিম নারীদের ধর্মীয় প্রয়োজনীয়তাও প‚রণ করে। নতুন এই পদক্ষেপ মুসলিম নারীদের পুলিশ বাহিনীতে যোগ দিতে সহায়তা করবে। বিবিসি,এআরওয়াই নিউজ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হিজাব


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ