বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান নিয়োগ কার্যক্রম বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। স্থানীয় সচেতন শিক্ষার্থী ও নাগরিকবৃন্দের ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি মঙ্গলবার দুপুর ১২ টায় ক্যাম্পাসে ও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানা ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলের নেতৃত্বে থাকা দুমকী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.সবুজ সিকদার বলেন, পবিপ্রবি'র প্রো-ভিসির মেয়ে, রেজিস্ট্রারের ছেলে ও ভিসির এক নিকটাত্মীয়সহ বেশ কয়েকজনের নিয়োগ চূড়ান্ত করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আগে থেকেই সব চূড়ান্ত করা থাকলে নিয়োগের নামে তামাশা করার দরকার কি। এদিকে অবিলম্বে এ নিয়োগ কার্যক্রম বন্ধ করা না হলে পরবর্তীতে সংবাদ সম্মেলন, স্মারকলিপি প্রদান, মানববন্ধন ও সড়ক অবরোধের মতো কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন এ ছাত্রলীগ নেতা। এসব অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগ করা হলে পবিপ্রবি'র দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড.স্বদেশ চন্দ্র সামন্তকে একাধীক বার ফোন করা হলেও তিনি রিসিভ করেন নি। বিক্ষোভ মিছিলে দুমকি উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।