Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিয়াউর রহমানের নাম পুনঃবহালের দাবিতে জাবি ছাত্রদলের বিক্ষোভ

জাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০২০, ৫:৩৬ পিএম

পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়’ এর নাম পরিবর্তন করে ‘পুরানা মোগলটুলী উচ্চ বিদ্যালয়’ করার প্রতিবাদে ও জিয়াউর রহমানের নাম পুনঃবহালের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার সকাল ৯ টার দিকে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকতের নেতৃত্বে জাবি স্কুল এন্ড কলেজের সামনে থেকে মিছিলটি বের করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল গেটে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত বলেন, মানুষের সারাজীবনের কৃতকর্ম ভালো না খারাপ তা জানার জন্য বেশি দুর যেতে হবে না। অতীতে কার জানাযায় কতজন মানুষ হয়েছে তা দেখলেই তরুন ছাত্রসমাজ জানতে পারবে কার জনপ্রিয়তা আকাশচুম্বী ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম বাংলাদেশের মাটি ও মানুষের সাথে মিশে আছে। শুধুমাত্র নাম পরিবর্তন করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না।

এই সময় উপস্থিত ছিলেন- শাখা ছাত্রদলের নেতা ইব্রাহিম খলীল বিপ্লব, সাইফুল ইসলাম সাগর, হুমায়ুন হাবীব হিরণ, সেলিম রেজা, অব্দুল কাদের মার্জুক, রাকিবুল হাসান শুভ, ইকবাল হোসাইন, জুয়েল আহম্মেদ তালুকদার, হারেস ফরহাদ, নাইমুল হাসান কৌশিক, আমিন আল-রাজি, মোঃ হাসান, দেওয়ান আলাউদ্দিন, মমিনুর রহমান লাজু, রাজন মিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ মিছিল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ