Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলাপাড়ায় মুক্তিযোদ্ধাকে মারধর করে জখম করার ঘটনায় চেয়ারম্যানসহ ৫ জন আটক

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০২০, ৮:২৫ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় মুক্তিযোদ্ধা মো.শাহআলম হাওলাদারকে মারধর করে জখম করার ঘটনায় টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মশিউর রহমান শিমু (৩৫) সহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে তাদের আটক কার হয়। অন্যান্যরা হলেন চেয়ারম্যান মশিউর রহমান শিমু’র স্ত্রী এলিজা বেগম (৩০) মো.নেছারউদ্দিন হাওলাদার (৩৫) মো.ইমরান গাজী (৩০) ও মো.নাঈম (৩০) । এ ঘটনায় ওই রাতে মুক্তিযোদ্ধা শাহআলমের স্ত্রী মোসা.আকলিমা বেগম বাদী হয়ে ১১ জনকে আসামী করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছে। এ দিকে সোমবার দুপুর ১২ টার দিকে চেয়ারম্যান মশিউর রহমান শিমুর সমর্থকদের একটি দল তার মুক্তির দাবীতে পৌরশহরে মিছিল করেছে। মিছিলকারীরা শিমু মীরা আটক কেন প্রশাসন জবাব চাই বলে শ্লোগান দেয়।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিপুর রহমান বলেন, আটকৃতদের আদলাতে সোপর্দ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ