Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরগঞ্জে জমি-জমার ঘটনায় মারপিটসহ হত্যা চেষ্টা মামলায় ৫ আসামী গ্রেফতার

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২০, ৩:৪৮ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি-জমা সংক্রান্ত ঘটনায় মারপিটসহ হত্যা চেষ্টা মামলার ৫ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্র জানায়, রোববার ভোর রাতে উপজেলার নিজপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। মামলা সূত্র জানায়, নিজপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর মেয়ে মোনসেফা বেগম তার বাড়ির উঠান সংলগ্ন জমি দলিল মূলে ক্রয় করে দীর্ঘদিন থেকে চাষাবাদ পূর্বক ভোগ-দখল করে আসছিল। উক্ত জমি একই গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে আমিনুল ইসলাম তার নিজের দাবি করে জবর-দখলের চেষ্টা করে। পরে এক পর্যায়ে আমিনুল ওই জমির ঘটনায় আদালতে মামলা করলে রায় মোনসেফার পক্ষে চলে যায়। পরে আপিলেও রায় পেয়ে যান মোনসেফা। কিন্তু কিছুদিন পর আমিনুল আদালতের আদেশ উপেক্ষা করে ওই জমি দখলের চেষ্টা চালায়। এতে মোনসেফা বাধা দিলে তাকে মারপিট করে আমিনুল ও তার লোকজন। এভাবে চার বার মোনসেফাকে মারপিট করে হত্যা চেষ্টা চালায় প্রতিপক্ষ। এসকল ঘটনায় মোনসেফা থানায় চারটি মামলা করে। এর সর্বশেষ মামলাটি ১৯ জনকে আসামী করে গত ২৮ নভেম্বর সন্ধ্যায় দায়ের করা হলে এস.আই শাহনাজ পারভীনকে তদন্তভার দেয়া হয়। এ মামলায় এস.আই শাহনাজ পারভীন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে প্রধান আসামীসহ ৫ জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন নিজপাড়া গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে আমিনুল ইসলাম, ছেরাব উদ্দিনের স্ত্রী কফিরন নেছা, আমিনুল ইসলামের স্ত্রী কামরুন্নাহার কহিনুর, বাজারপাড়া গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে ছমছেল ও রামজীবন ( শিকারমারী) গ্রামের মৃত তফুর উদ্দিনের ছেলে কামাল হোসেন। থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান মামলা দায়ের ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ