পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ভাস্কর্য আর মূর্তি এক বিষয় নয়। যারা ভাস্কর্য ও মূর্তি নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে আওয়ামী ওলামা লীগ তাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাবে। কুরআনে ভাস্কর্যকে হারাম করা হয়নি। যারা ভাস্কর্যকে হারাম বলছে তারা ধর্মের নামে দেশে বিশৃঙ্খলার সৃষ্টি করছে। মূর্তির নামে মাওলানা মামুনুল হকরা দেশে অশান্তির সৃষ্টি করছে। তথাকথিত মাওলানা মামুনুল হক নবী (সা.) কে ব্যঙ্গ করে কথা বলে রাষ্ট্রদ্রোহী কাজ করছে। অবিলম্বে মামুনুল হককে আইনের আওতায় আনতে হবে। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের হল রুমে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ আয়োজিত ছদ্মবেশে জামাত শিবিরের অব্যাহত ষড়যন্ত্র ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। নেতৃবৃন্দ বলেন, ইসলামের অপব্যাখ্যা দিয়ে দেশের সাধারণ জনগণের ধর্মানুভূতিকে ব্ল্যাকমেইল করে স্বাধীনতাবিরোধীরা নতুন করে ষড়যন্ত্রে নেমেছে।
বাংলাদেশে আওয়ামী ওলামা লীগের সভাপতি হাফেজ মাওলানা সুলাইমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আলমগীর হোসাইনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, তথ্য মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, ওলামা লীগের সিনিয়র সহ সভাপতি মুফতি মাওলানা খলিলুর রহমান জিহাদী প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।