Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেনীতে দৃষ্টিনন্দন ইসলামী ভাস্কর্য, নজর কাড়ছে লাখো মানুষের

মোহাম্মদ আবদুল অদুদ | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ১০:০০ এএম

ফেনীর রামপুর রাস্তার মাথায় নজর কাড়ছে দৃষ্টিনন্দন একটি ইসলামী ভাস্কর্য। ফেনী পৌরসভার অর্থায়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তৈরি করা হয়েছে ‘আল্লাহ’ ও ‘মুহাম্মদ’ নামের এ ভাস্কর্য।

ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাফর সেলিম জানান, এই ভাস্কর্যের প্রতি ধর্মপ্রাণ মানুষের আগ্রহ যেমন রয়েছে, তেমনি নান্দনিকতা ফুটে ওঠেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে হওয়ায় এটি প্রায় সকল যাত্রীর নজর কাড়ছে। রাতের বেলা আলোকোজ্জল এ দৃশ্য সবার ভালো লাগে। সেজন্য অনেক দূর থেকেও লোকজন আসেন এটি দেখতে। তিনি জানান, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর তত্ত্বাবধানে পৌর কর্তৃপক্ষ ভাষ্কর্যটি নির্মাণের উদ্যোগ নেয়।

ফেনী পৌরসভা সূত্র জানায়, মহান আল্লাহ ও হযরত মুহাম্মদের (সা.) নামে ১৪ ফুট উচ্চতার একটি ভাস্কর্য তৈরির উদ্যোগ নিয়েছে ফেনী পৌরসভা। এটি তৈরি করতে ১০ লাখ টাকা ব্যয় হয়েছে জানায় ওই সূত্র।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এ ভাস্কর্যের চিত্র। এছাড়া সরাসরি এটি দেখতে ছুটে আসেন বিপুল দর্শনার্থী। রাতের আলোকসজ্জায় আরও আকর্ষণীয় হয়ে ওঠে ভাষ্কর্যটি।

ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন সাংবাদিকদের জানান, পৌর কর্তৃপক্ষ শহরের সৌন্দর্য বৃদ্ধির জন্য এ ভাস্কর্য তৈরির উদ্যোগ নেয়। এছাড়াও শহরের বিভিন্ন স্থানে এমন আরও ভাষ্কর্য তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

 



 

Show all comments
  • Atikurrahman ২২ ফেব্রুয়ারি, ২০২০, ৬:২৭ এএম says : 0
    অনেক অনেক ভাল লাগলো যা বুঝাতে পারবোনা আর দোয়া রহিল প্রত্যেকের প্রতি যাদের ইচ্ছায় এটা হয়েছে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলামী ভাস্কর্য
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ