নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
রীতিমতো ঝড় তুলে ইনিংসের সূচনা করেছিল উইন্ডিজ। হঠাৎ করেই সেই ঝড় থামিয়ে দেন লকি ফার্গুসন। অসাধারণ বোলিং করে ক্যারিবিয়ানদের ইনিংস আটকে রাখেন লক্ষ্যসীমার মধ্যেই। এরপর বাকি কাজটা করেন ব্যাটসম্যানরা। ফলে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জয় তুলে এগিয়ে গিয়েছে নিউজিল্যান্ড।
গতকাল অকল্যান্ডের ইডেন পার্কে উইন্ডিজকে ৫ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। বৃষ্টিস্নাত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ১৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮০ রান করে উইন্ডিজ। তবে বৃষ্টির কারণে নিউজিল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ১৬ ওভারে ১৭৬ রান। ৬ বল বাকি থাকতেই সে লক্ষ্যে পৌঁছায় স্বাগতিকরা।
বৃষ্টি কারণে এদিন ম্যাচে দফায় দফায় বাধা সৃষ্টি হয়। ম্যাচের ৪ বল গড়াতেই বৃষ্টি নামে। এরপর থামলেও ২ ওভার পর ফের নামে। পরে বৃষ্টি থামলে ১৬ ওভারে ম্যাচ নির্ধারণ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।