Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাড়ির দেয়াল ও মেঝে থেকে ৬৬ বোতল মদ উদ্ধার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের অদ‚রেই বাস করেন নিক ড্রামোন্ড ও প্যাট্রিক বেকার দম্পতি। তারা যে বাড়িটিতে বাস করেন তা শতাব্দী পুরনো। বাড়িটিকে নিয়ে স্থানীয়দের মধ্যে বিভিন্ন গল্পও আছে। সে গল্পই যেন সত্যি হয়ে গেলো। বাড়ির মেঝে ও দেয়াল মেরামতের সময় এই দম্পতি শতাব্দী পুরনো ৬৬টি মদের বোতল উদ্ধার করেছে। সিএনএনের বরাতে জানা যায়, বাড়িটি নির্মাণ করা হয়েছে ১৯১৫ সালে। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের মদ ও মদ্যজাত পণ্য বহন এবং উৎপাদন নিষিদ্ধের সময় এসব বোতল সংরক্ষণ করা হয়েছে। ১৯২০ সাল থেকে ১৯৩৫ পর্যন্ত এই নিষেধাজ্ঞা অব্যাহত ছিল। এই বাড়িটি নির্মাণ করেছিলেন জার্মান নাগরিক এডলফ হালফনার। একজন চোরাচালানকারী হিসেবে তার বেশ সুখ্যাতি ছিল। নিষিদ্ধ যুগের সময় মদের সরবরাহ অব্যাহত রাখতেই নিজ বাড়িতে একটি সংরক্ষণাগার গড়ে তুলেন তিনি। শতাব্দী পুরনো এসব বোতল আবিষ্কার প্রসঙ্গে নিক বলেন, আমার বাড়ির দেয়াল ও মেঝে মদের বোটল দিয়ে পরিপূর্ণ। সম্পূর্ণ অবিশ্বাস্য একট্যি ঘটনা। এখানে আসার আগে এই বাড়ি নিয়ে অনেক গল্প শুনেছি। সব সত্যি হয়ে গেলো। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মদ-উদ্ধার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ