Inqilab Logo

শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

শিবপুরে ৯ ড্রাম চোলাই মদ উদ্ধার

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

শিবপুর উপজেলার গোবিন্দপুর গ্রাম থেকে ৯ ড্রাম বাংলা চোলাই মদ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় শিবপুর মডেল থানার ওসি মোল্লা আজিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গ্রামের সখী রানীর বসত বাড়ির পাশে মাটির নিচে লুকিয়ে রাখা এই মদগুলো উদ্ধার করে। জানা গেছে, গ্রামের সখী রানী দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরি করে নরসিংদী জেলা শহরসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতো। সে ভাত ও গমসহ বিভিন্ন রাসায়নিক উপাদান মিশিয়ে চোলাই মদ তৈরি করে মাটির নিচে পুঁতে রাখা ড্রামের ভিতর লুকিয়ে রাখত। কোন গ্রাহক গেলে মদ উঠিয়ে বিভিন্ন পাত্র ভরে বিভিন্ন স্থানে পাচার করত। ইয়াবা ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্যের ছড়াছড়ির মধ্যে তার গোপন চোলাই মদের ব্যবসাটি ছিল জমজমাট। কিন্তু গোপন ব্যবসাটি শেষ পর্যন্ত আর গোপন থাকতে পারেনি। যে কোনভাবেই এই গোপন মদ ব্যবসার খবর শিবপুর পুলিশের কানে পৌঁছে যায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোবিন্দপুর গ্রামের সখী রানীর বাড়িতে অভিযান চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ৯ ড্রামে প্রায় ২০০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মদ তৈরির সাথে জড়িতরা পালিয়ে যায়। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চোলাই-মদ-উদ্ধার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ