Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২ টন জাটকা উদ্ধার

কর্ণফুলীতে অভিযান

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০২০, ১২:০৩ এএম

কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে দুই মেট্রিক টন জাটকা জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে সদরঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন জেলা মৎস্য অফিস ও কোস্ট গার্ড কর্মকর্তারা। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযানে টি আর ডিজনী নামক ট্রলারে এসব জাটকা আহরণ করে মজুদ করে রাখা হয়। ইলিশ উৎপাদন বাড়াতে জাটকা আহরণ, বিপনন ও বাজারজাতকরণ নিষিদ্ধ। অভিযানে প্রায় ২ মেট্রিক টন জাটকা জব্দ করা হয় এবং মেহেদী হাসান সবুজ (২৫) ও কামাল হোসেনকে (৪২) পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। এ ধরনের কাজে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিযান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ