Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অ্যাঙ্গেলা মের্কেলের কার্যালয়ের ফটকে গাড়ি হামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০২০, ১২:০০ পিএম | আপডেট : ১২:০০ পিএম, ২৬ নভেম্বর, ২০২০

জার্মানীর চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের কার্যালয়ের ফটকে গাড়ি নিয়ে হামলার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (২৫ নভেম্বর) এই ঘটনার পুলিশ চালককে গ্রেপ্তার করেছে।
এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ওই গাড়ির ডানপাশে ‘বিশ্বায়নের রাজনীতি বন্ধ কর’ এবং বামপাশে ‘তোমরাই শিশু ও বৃদ্ধদের জঘন্য খুনি’ স্লোগান লেখা ছিল। গাড়ির ধাক্কায় ফটকে অবশ্য খুব বেশি ক্ষতি হয়নি। চালক মধ্যবয়সী বলে দেখা গেছে। তাকে একটি হুইলচেয়ারে বসিয়ে পুলিশ নিয়ে গেছে।
ওই সময় মের্কেল তার দপ্তরে ছিলেন কিনা তা জানা যায়নি। ঘটনার পরপর কয়েক ডজন পুলিশের গাড়ি ও অগ্নিনির্বাপন ইউনিট এলাকা ঘিরে ফেলে।
বার্লিন পুলিশ টুইটারে লিখেছে, ‘চালক ইচ্ছা করে ফটকে আঘাত করেছে কিনা আমরা তা প্রমাণের চেষ্টা করছি। কারাগারে পাঠানো হয়েছে তাকে। সূত্র : রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জার্মানি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ