মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে হেরে গেলেও এখন পর্যন্ত তিনি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। আর সেই ট্রাম্প নাম লেখা রয়েছে জুতায়! এমন কান্ড করেছেন ফিলিস্তিনের ইমাদ হাজ নামে এক জুতার কারিগর। তার ডিজাইন করা জুতায় নকশা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম দিয়ে। এটা নিয়ে আলোচনায় ইমাদ। ইমাদ জানায়, জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ায় ট্রাম্পের প্রতি ঘৃণা থেকেই এমন ডিজাইনের জুতা করছেন তিনি। জুতা ব্যবসায়ী ইমাদ হাজ মুহাম্মদ বলেন, আরব সংস্কৃতিতে সবচেয়ে ঘৃণার জিনিস হলো জুতা। তাই ডোনাল্ড ট্রাম্পের নাম এই জুতার ওপর লিখেছি। এটা করেছি ঘৃণার মাত্রাটা বোঝাতে। এসব জুতার দাম পড়ে প্রায় ৬৫ ডলার। সাধারণ ফিলিস্তিনিদের মাঝেও জনপ্রিয়তা পেয়েছে এই জুতা। জুতো ব্যাবহারকারী একজন জানান, আমরা প্রতিটা কাজের মাধ্যমে আমাদের অধিকার এবং ঘৃণার বিষয়ে জানান দেই। জুতায় ট্রাম্পের নাম লেখার বিষয়টিও তেমন। বিজনেস স্ট্যান্ডার্ড।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।