Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নেত্রকোনার কলমাকান্দায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত বৃদ্ধের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২০, ২:০৪ পিএম

নেত্রকোনার কলমাকান্দায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত বৃদ্ধ মোঃ আব্দুল হেকিম (৮০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার গভীর রাতে মারা গেছেন। নিহত আব্দুল হেকিম কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের কচুগড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কচুগড়া গ্রামের আব্দুল হেকিমের ছেলে মোঃ শরাফত আলীর সঙ্গে একটি খেত নিয়ে পাশ^বর্তী বটতলা গ্রামের মোঃ আজমান খানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শরাফত আলী তার লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে এবার আমন ধান লাগিয়ে ছিলেন। আজমান খান গত রবিবার দুপুর দেড়টার দিকে তাঁর লোকজন নিয়ে শরাফত আলীর লাগানো পাকা ধান কেটে নেওয়ার চেষ্টা চালায়। খবর পেয়ে বৃদ্ধ আব্দুল হেকিম, তাঁর ছেলে শরাফত আলী ও নাতি আলী হোসেনসহ স্বজনরা ধান কাটতে বাঁধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে আব্দুল হেকিম গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ ঘন্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে রবিবার দিবাগত রাত ১টার দিকে তিনি মারা যান।

এ ব্যাপারে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ এ টি এম মাহ্মুদুল হকের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের পর রবিবার সন্ধ্যায় ছেলে শরাফত আলী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলাটি এখন হত্যা মামলা হিসেবে রূপান্তর হবে। মামলায় অভিযুক্ত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ