Inqilab Logo

মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ইব্রাহিমোভিচের জোড়া গোলে মিলানের জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২০, ১০:৩৯ এএম

বয়স ৩৯ পেরিয়ে গেলেও ফুটবল মাঠে জ্লাতান ইব্রাহিমোভিচ সেই তরুণই আছেন। সেরি আ’য় নাপোলির বিপক্ষে এসি মিলানকে ৩-১ ব্যবধানে জেতাতে একাই করেছেন জোড়া গোল।

এই মৌসুমে ৬ ম্যাচে ইব্রার গোল হল ১০টি। অ্যাওয়ে ম্যাচে দারুণ ফর্ম নিয়ে জিতে আসলেও দ্বিতীয়ার্ধের ইনজুরি তাকে ভোগাতে পারে।

এসি মিলানকে এগিয়ে নিতে ইব্রা ২০তম মিনিটে গোল করেন। বক্সের কোনা থেকে দারুণ এক হেডে জাল খুঁজে নেন। ব্যবধান দ্বিগুণ করেন দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে।

নাপোলি ৬৩ মিনিটে এক গোল শোধ দেয়ার পর খেলা শেষ হওয়ার ঠিক আগে আবার ব্যবধান বাড়ান ড্রিস ম্যার্টিনস।

অবাক করার বিষয় হলো নাপোলি এদিন ৬৩ শতাংশ সময় নিজেদের পায়ে বল রেখেছিল। তারা গোলে শট নেয় ১৯টি। এর মধ্যে টার্গেটে ছিল ৭টি। এসি মিলানেরও ১৫ শটের টার্গেটে ছিল ৭টি।

নাপোলি বক্সের আশপাশে বেশিবার বল নিয়ে ঢুকেছে। তারা কর্নার পায় ৮টি। মিলান ৫টি। মাঠের খেলায় কিছুটা পিছিয়ে থেকে জয় পাওয়া মিলান ফাউল করেছে বেশি, ১৬টি। নাপোলি সেখানে ৮টি।

এই জয়ে ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে এসি মিলান। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে নেমে গেছে নাপোলি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ