নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : দু’দলের ফুটবলীয় দৈরথটা এক শতাব্দীরও বেশি পুরোনো। তাদের মধ্যকার জয়-পরাজয়ের হিসাবেও দৈরথেরই সুর। মোট ২১৬ বারের সাক্ষাতে ইন্টার মিলান জিতেছে ৭৭ বার, ৭৫ বার এসি মিলান। গোল সংখ্যাতেও পার্থক্য দুইয়ের, যথাক্রমে ২৯২ ও ২৯০। দলের সাম্প্রতিক ফর্ম দিয়ে এ লড়াইকে বিচার করাটা বোকামি। তারই যেন প্রমান মিলল মৌসুমের ডার্বিতে। এসি মিলানের সম্প্রতিক সময়টা মোটেও ভালো যাচ্ছে না। লিগের প্রথম লেগে তারা ইন্টারের কাছে ১-০ গোলে হেওে যায়। পরশু রাতে ঘরের মাঠে ছিল সেই প্রতিশোধের সুযোগ। ৩-০ গোলের জয় দিয়ে ঠিকই সেই জ্বালা মিটিয়েছে তারা। ম্যাচটি এতই তপ্ত ছিল যে একটি পেনাল্টি আবেদন নিয়ে রেফারির সাথে বিতর্কে জড়িয়ে বহিষ্কৃত হয়ে মাঠ ছাড়তে হয় ইন্টার কোচ রবার্তো মানচিনিকে। দলের হয়ে গোল করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার অ্যালেক্স, কলম্বিয়ান ফরোয়ার্ড কার্লোস বাক্কা ও ফরাসি ফরোয়ার্ড মা’বায়ে নিয়াং। জিতেও মিলান যে লিগে খুব সুবিধাজনক অবস্থানে আছে তা বলা যাবে না। ২২ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে ৬ষ্ঠ অবস্থানে আছে তারা। সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে ৪র্থ অবস্থানে ইন্টার। ৫০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে নাপোলি। ২ পয়েন্ট কম নিয়ে তাদের পরেই রয়েছে জুভেন্টাস। পরশু রাতে টানা ১২তম জয় পায় জুভরা। অ্যালেক্স সান্দ্রোর জোড়া গোলের পাশাপাশি মোরাতা ও পল পগবার গোলে চিয়েভোকে ৪-০ গোলে হারায় চ্যাম্পিয়নরা।
ওদিকে বুন্দেসলিগা ও ফ্রেঞ্চ লিগ ওয়ানে দুই শীর্ষ দল বায়ার্ন মিউনিখ ও প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) থামানোর মত দল পাওয়া গেল না। পরশু রাতে রবার্ট লেভানন্দোভস্কির জোড়া গোলে মৌসুমে ঘরের মাঠে শতভাগ জয়ের রেকর্ড অক্ষুন্ন রেখেছে বায়ার্ন। হফেনহেইমের বিপক্ষে ২-০ গোলের জয় নিকটতম প্রতিদ্ব›দ্বী বরুশিয়া ডর্টমুন্ডের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে রেখেছে বর্তমান চ্যাম্পিয়নদের। জোড়া গোলের সুবাদে লিগে পোলিশ ফরোয়ার্ডের গোলসংখ্যা দাঁড়ালো ১৯। পিএসজির অবশ্য শিরোপা এক প্রকার নিশ্চিতই। ২৩ ম্যাচ শেষে তারা এগিয়ে ২৪ পয়েন্টে! বাকি ১৫ ম্যাচ থেকে মাত্র ২২ পয়েন্ট পেলেই সেটা নিশ্চিত হবে। মৌসুমে এখনো হারের স্বাদ না পাওয়া দলের কাছে এ আর এমন কি! এদিনও সেন্ট ইতিয়েনকে ২-০ গোলে হারিয়ে টানা ১৩ জয়ের ক্লাব রেকর্ড গড়েছে জøাতান ইব্রাহিমোভিচের দল। দুটি গোলই আসে ইব্রার পা থেকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।