Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনার সঙ্গে সাত ঘণ্টা পর সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২০, ১০:২০ এএম | আপডেট : ১০:৩৯ এএম, ২২ নভেম্বর, ২০২০

শনিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে যাত্রীবাহী ট্রেন কপোতাক্ষ এক্সপ্রেস খুলনার মুড়ালি রেলক্রসিং অতিক্রম করার সময় নওয়াপাড়া থেকে আসা কয়লাবোঝাই একটি ট্রাকটি গেট ভেঙে রেললাইনে উঠে পড়ে। এ সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে ট্রাকের চালক নিহত ও হেলপার আহত হন। চুর্ণ-বিচুর্ণ হয়ে যায় ট্রাকটি।
এর পর খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে সাত ঘণ্টা বন্ধ থাকার পর শনিবার রাত আড়াইটার দিকে আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় চাচঁড়া পুলিশ ফাাঁড়ির ইনচার্জ পরিদর্শক রোকিবুজ্জামান জানান, যাত্রীবাহী ট্রেন কপোতাক্ষ এক্সপ্রেস রাত ৭টা ৫০ মিনিটে যশোর স্টেশন থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যায়।

যশোর রেলস্টেশনের স্টেশনমাস্টার আয়নাল হাসান জানান, দুর্ঘটনার পর চারটি ট্রেনের চলাচল বন্ধ ছিল। এতে খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে খুলনা থেকে রিলিফ ট্রেন এনে রেললাইনের ওপর থেকে ট্রাকটি সরানোর কাজ শুরু হয়। রাত আড়াইটার দিকে ট্রাকটি সরানোর কাজ শেষ হয়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রেন চলাচল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ