Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেলাল খানের নতুন গান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

‘পাগল তোর জন্য রে’, ‘এক মুঠো স্বপ্ন’, ‘একলা প্রহর’ গানসহ বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত শিল্পী বেলাল খান। এবার প্রকাশিত হয়েছে তার নতুন গান ‘দহন জ¦লে পুড়ে মন’ শিরোনামে। ‘জ¦লে পুড়ে মন হয়েছে দহন, জানিনা রে জানি না কখন...’ এমন কথায় গানটি সুর করার পাশাপাশি লিখেছেন সাংবাদিক আকাশ নিবির। সংগীতায়োজন করেছেন শামীম মাহমুদ। ডিওপি হিসেবে ছিলেন নাহিয়ান বেলাল ও এইচ এম জামান। বেলাল খান বলেন, ‘গানটির কথা, সুর ও সংগীত আয়োজন অনেক সুন্দর হয়েছে। ‘দহন জ¦লে পুড়ে মন’ গানটি আমারও খুব পছন্দের। মজার ব্যাপার হল গানটিতে মডেল হয়েছেন আলোচিত মডেল নায়লা নাঈম ও আকাশ নিবির নিজেই। ভিডিওটিও বেশ ভালো হয়েছে। আশা করছি গানটি সকলের ভাল লাগবে।’ উল্লেখ্য, গানটির মিউজিক ভিডিও মুক্তি দেয়া হয়েছে ব্যাঙ প্রডাকশন অফিসিয়াল নামক একটি ইউটিউব চ্যানলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ