Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আপন অপুর নতুন গান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২০, ১২:১৬ এএম

“কোথায় আছো, কেমন আছো? সোনাপাখি, ভালো আছো তো?, নিজের একটু খেয়াল রেখো, খাবার-স্নান কি হচ্ছে ঠিক মতো?” এমন সহজ ও সাবলীল কথায় গানের শুরু। শেষ অন্তরায় “ঘরবন্দি দিন পেরিয়ে দেখা হবে খোলা প্রান্তরে, ততদিন পাখিটাকে পুষে রাখো তোমার অন্তরে”। “সোনাপাখি, ভালো আছো তো” শিরোনামে গানটি লিখেছেন তরুণ সাহিত্যিক ও গীতিকার আপন অপু। সুর করেছেন ফাজবীর তাজ। গানিটি গেয়েছেন ক্ষুদেগানরাজ ও ম্যাজিক বাউলিয়ানার মাধ্যমে পরিচিতি পাওয়া শিল্পী বনি আমিন। বর্তমান সঙ্কটময় সময়ে সবারই ঘরবন্দি দিন কাটছে। ঘরবন্দি দিনে প্রিয়জনের সাথে যোগাযোগহীনতার অনূভব থেকে লেখা গানটি আপন বাংলা ইউটিউব চ্যানেল, শিল্পী ও গীতিকারের ফেসবুকে প্রকাশ করা হয়েছ। আপন অপু বলেন, এটা আমার প্রকাশ হওয়া সপ্তম গান। অন্যসব গানের চেয়ে এই শূন্য ব্যাজেটের গানটার প্রতি আমার ভালোলাগা একটু বেশিই। শ্রোতাদেও কাছ থেকেও ভালো প্রশংসা পাচ্ছি। গানটি আমি বিশেষ মানুষকে অনুভব করে লিখেছি। গানটি তাকে উৎসর্গ করছি। উল্লেখ্য, আপন অপু শিশুসাহিত্যিক হিসেবে বর্তমান তরুণ লেখকদের মধ্যে অগ্রগামী। তার প্রকাশিত বই ৬ টি। নির্মাণ করেছেন “একটি পতাকার গল্প”, “দ্য ব্রোকেন ড্রিম” ও “চর্মকার” শিরোনামে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র । চিত্রনাট্য লিখেছেন বেশ কিছু ডকুমেন্টারি ভিডিওর। তার চিত্রনাট্যে সম্প্রতি নির্মিত হয়েছে “টেলিফিল্ম” একাকীত্ব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ