প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গীতিকার ইমতিয়াজ মেহেদী হাসান’র কথায় হাবিব মোস্তফার সুরে ফকির আলমগীর এবার গাইলেন ‘মানুষ’ শিরোনামের একটি জীবনমুখী নতুন গান। ‘মানুষের মত দেখতে হলেও, মানুষ তোমরা নও, দানবের মত ব্যবহার দিয়ে মানুষ সাজতে চাও, কথামালায় গানটির কম্পোজিশন করেছেন সঙ্গীত পরিচালক অণু মোস্তাফিজ। গানটি সম্পর্কে ফকির আলমগীর বলেন, গানটির বাণী পড়ে ও সুর শুনে গানটি গাওয়ার জন্য রাজী হয়ে যাই। মনে হয়েছে, গানটি যেন আমার জন্যই তৈরী হয়েছে। সারা পৃথিবীতে মানুষে মানুষে যখণ হানাহানি হিংসা, বিদ্বেষ, দাঙ্গা ঠিক তখন এই প্রতিবাদী গানটি গাইলাম। জয় হোক মানুষের দানবের নয়। হাবিব মোস্তফা বলেন, শ্রদ্ধেয় ফকির আলমগীর স্যারের কণ্ঠে সব সময় মানবতার বাণী গীত হয়, তিনি সুরে সুরে পৃথিবীতে বিরাজমান অসঙ্গতি ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন। তার মত কিংবদন্তির কণ্ঠে আমার সুরে একটি গান গীত হয়েছে ভাবতে ভীষণ ভাল লাগছে। আশা করি, এই গানটিও একটি ইতিহাস সৃষ্টি করবে। ঈগল মিউজিক’র ইউটিউব চ্যানেলে গানটি ভিডিও আকারে প্রকাশিত হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।