Inqilab Logo

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

চিঠিপত্র

বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজটের আশঙ্কা

| প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

মহামারি করোনার জন্য থমকে আছে দেশের শিক্ষা ব্যবস্থা। বন্ধ আছে বিশ্ববিদ্যালয়গুলো। এতে স্থবির হয়ে পড়ছে শিক্ষার্থীদের জীবন। বাড়ছে সেশনজটের আশঙ্কা। ২০০৯ সালের পূর্বে প্রতিষ্ঠানভেদে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে সেশনজট ছিল দেড় থেকে দুই বছরেরও বেশি। বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণের ফলে ২০১২ সালের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট কমে গিয়েছিল। কিন্তু করোনার কারণে বিশ্ববিদ্যালয়গুলোতে আবারও সেই কালো ছায়া পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। গত ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের কথা ভেবে স্কুল-কলেজের শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হলেও, বিশ্ববিদ্যালয়গুলোর জন্য কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। সিদ্ধান্তহীনতার কারণে গত প্রায় ৮ মাস ধরে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীরা হতাশ হয়ে পড়ছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সূত্রে জানা যায়, বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২৮ লাখ, সরকারি বিশ্ববিদ্যালয়ে ৩ লাখ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ৪ লাখ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ৫ লাখ, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ও অন্যান্য প্রতিষ্ঠানে আরও ১ লাখ শিক্ষার্থী অধ্যয়নরত। এসব শিক্ষার্থীর মধ্যে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। যদি নির্ধারিত সময়ে পরীক্ষা শেষ হতো তাহলে তারা এতদিনে কর্মজীবনে প্রবেশ করার সুযোগ পেয়ে যেত। কিন্তু করোনা কারণে তাদের জীবনে এখন হতাশা ছাড়া কিছু নেই। তাই, সংশ্লিষ্টদের নিকট এ ব্যাপারে কার্যকার পদক্ষেপ গ্রহণ করে শিক্ষার্থীদের মনে আশার আলো জাগানোর আহবান জানাই। 

ইসরাত জাহান
শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চিঠিপত্র

২৪ জানুয়ারি, ২০২২
১৪ অক্টোবর, ২০২১
২৬ ফেব্রুয়ারি, ২০২১
২৮ জানুয়ারি, ২০২১
২৪ জানুয়ারি, ২০২১
১০ জানুয়ারি, ২০২১
২ জানুয়ারি, ২০২১
২০ ডিসেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন