Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আড়াইহাজারে আবারো ২ বাড়িতে ডাকাতি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০২০, ১:২৬ পিএম

আড়াইহাজরে আবারো ২ বাড়িতে ডাকাতি সংগঠতি হয়েছে। শুক্রবার রাতে গোপালদী পৌর সভার সদাসদী পূর্বপাড়া ও উলুকান্দী গ্রামে এই ডাকাতির ঘটনা গুলো ঘটে। সদাসদী গ্রামের ডাকাতির শিকার হওয়া স্কুল শিক্ষক মনির হোসেন জানান, রাত ২টার দিকে তার বাড়িতে ২০/২৫ জনের মুখোশ ও হাফপ্যান্ট পরিহিত ডাকাত দল কেচি গেউট ভেঙ্গে ভিতরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা-চোখঁ বেধেঁ আড়াই ভরি স্বার্নালংকার , ২টি ক্যামেরা ও একটি কম্পিউটারের মনিটর নিয়ে যায়। ডাকাত দল তার ৪টি কক্ষ তছনছ করে ফেলে। অপর দিকে একই রাতে পার্শ্ববর্তী উলুকান্দী গ্রামে নকুল বনিকের বাড়িতে হানা দিয়ে ৫টি মোবাইল ও ১ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। অপর দিকে আড়াইহাজার-বিশনন্দী সড়কের চালাকচকে রাস্তায় ছিনতাই হয়।
গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: আজাহার আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাত গ্রেফতার ও মালামাল উদ্ধারের চেস্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডাকাতি

১৫ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ