Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় স্ত্রীসহ সাবেক হিসাবরক্ষকের নামে দুদকের মামলা

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০২০, ৪:২৮ এএম

তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের সাবেক হিসাবরক্ষক ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া দুদক সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করা হয়।

ওই মামলার আসামি দুজন হলেন কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের সাবেক হিসাবরক্ষক আবদুল কুদ্দুস ও তাঁর স্ত্রী আছিয়া খাতুন। তাঁরা কুষ্টিয়া শহরের কোর্টপাড়ার ২/২ শহীদ আবদুল হামিদ সড়কের বাসিন্দা।

একই দিনে জালিয়াতির অভিযোগে পৃথক আরও দুটি মামলা করা হয়েছে। ওই দুই মামলায় দৌলতপুর উপজেলার অবসরপ্রাপ্ত সাব রেজিস্ট্রার শরিয়ত হোসেন (৬১), দৌলতপুর উপজেলার শেরপুর গ্রামের বদর উদ্দীনের স্ত্রী বাছি খাতুন (৪২), নারায়ণপুর গ্রামের বাসিন্দা ও দলিল লেখক মো. বাহাউদ্দিন (৪৮) ও শেরপুর গ্রামের বাসিন্দা মো. লোকমান হোসেনকে (৩৯) আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, সাবেক সাব রেজিস্ট্রার শরিয়ত হোসেন তিনজনের যোগসাজশে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল তৈরি করে অর্থ জালিয়াতি করেছেন।

কুষ্টিয়া দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. নাছরুল্লাহ হোসাইন বাদী হয়ে মামলা তিনটি করেন। ওই কার্যালয়ের উপপরিচালক মো. জাকারিয়া বলেন, আইন মোতাবেক তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুদক

২৫ জানুয়ারি, ২০২৩
৪ জানুয়ারি, ২০২৩
২৮ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ