Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসরাইলি বসতি নির্মাণ আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক : রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

ফিলিস্তিনের প‚র্ব জেরুজালেমে অবৈধ ইসরাইলি বসতি নির্মাণের সমালোচনা করেছে রাশিয়া। বুধবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের বসতি নির্মাণ অবৈধ। এটি আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক। বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইল বায়তুল মুকাদ্দাস বা প‚র্ব জেরুজালেম এলাকায় সহস্রাধিক বাড়ি নির্মাণের বিষয়ে যে টেন্ডার জারি করেছে তা আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক। এটি সংকট সমাধানের চলমান প্রক্রিয়ার পরিপন্থী। রবিবার ইসরাইলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, মার্কিন নির্বাচনের আগে দেশটির মন্ত্রিসভা প‚র্ব জেরুজালেমে এক হাজার দুইশ’ বাড়ি নির্মাণের একটি প্রস্তাব অনুমোদন করেছে। এর প্রতিক্রিয়ায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ধরণের তৎপরতা ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে বিরোধের ন্যায়সঙ্গত সমাধানের পথকে রুদ্ধ করে দেবে। এর ফলে পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনাও শেষ হয়ে যাবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইশতেহারে ফিলিস্তিনি ভ‚খÐে ইহুদি বসতি স্থাপনকে অবৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় বলপ‚র্বক ফিলিস্তিনি ভ‚খÐে একের পর এক ইহুদি বসতি স্থাপন করে যাচ্ছে ইসরাইল। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে তৈরি করছে একের পর এক উপশহর। এসব কথিত উপশহর নির্মাণের জন্য ওই এলাকার প্রকৃত মালিক ফিলিস্তিনিদের ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে দখলদার বাহিনী। আরটি,পার্সটুডে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ