Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়ার ভ্যাকসিন তৈরি করা হবে চীন ও ভারতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

রাশিয়ার তৈরি করোনা ভ্যাকসিন ‘স্পুটনিক ৫’ চীন ও ভারতেও উৎপাদন করা হবে। মঙ্গলবার ব্রিকস জোটের ভার্চুয়াল সম্মেলনে এই তথ্য জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সম্মেলনে পুতিন ছাড়াও যোগ দিয়েছেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। ভারত ও চীনে রুশ ভ্যাকসিন উৎপাদনের বিষয়ে প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড ব্রাজিল ও ভারতীয় অংশীদারদের সঙ্গে স্পুটনিক ৫ ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য চুক্তিতে পৌঁছেছে। এটি চীন ও ভারতের ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কেবল দুই দেশের প্রয়োজন অনুযায়ীই নয়, বরং তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্যও ভ্যাকসিন উৎপাদনের চুক্তিতে পৌঁছেছে।’ তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি দুই বছর আগে আমাদের বন্ধু দক্ষিণ আফ্রিকার উদ্যোগের ভিত্তিতে যাতে সম্মত হয়েছিলাম সেই ব্রিকস ভ্যাকসিনের গবেষণা ও উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠার গতি বাড়ানো গুরুত্বপূর্ণ।’

রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, ব্রিকসভুক্ত দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকায় ভ্যাকসিন গবেষণা কেন্দ্র বিস্তারের প্রস্তাব দিয়েছেন পুতিন। হিন্দুস্তান টাইমস বলছে, রাশিয়ার দাবি করছে, তাদের এই ভ্যাকসিন করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর। যেখানে ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিন ৯০ শতাংশের বেশি কার্যকর। সূত্র : ইকোনমিক টইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ