প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আট মাস পর স্টেজ শো’তে ফিরছেন সঙ্গীতশিল্পী সালমা। আগামী ২০ নভেম্বর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে একটি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে সালমা স্টেজ শো’তে ফিরছেন। স্টেজ শো’তে ফিরতে পেরে বেশ আনন্দিত তিনি। সালমা বলেন, ‘দীর্ঘ আট মাসেরও বেশি সময় পর স্টেজ শো’তে গান গাইতে যাচ্ছি। কী যে ভালো লাগছে, তা ভাষায় প্রকাশ করতে পারছি না। আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং আমার ভক্ত, শ্রোতা, দর্শকের প্রতি অনেক ভালোবাসা তারা সবসময় আমার পাশে ছিলেন, আছেন। তারা সবসময়ই আমাকে অনুপ্রেরণা দিয়ে আসছেন। একজন শিল্পী স্টেজ শো’তে নিয়মিত না থাকতে পারার মধ্যে মনের দিক দিয়ে অনেক কষ্টে থাকেন। সেই কষ্টটা অবশেষে দূর হতে যাচ্ছে। আশা করছি, ভালোভাবে শো’টা করতে পারবো এবং ইনশাআল্লাহ এই অনুষ্ঠানের মধ্যদিয়েই স্টেজ শোতে নিয়মিত হবো।’ এদিকে সালমা দেলোয়ার জাহান ঝন্টুর ‘তুমি আছো তুমি নাই’ সিনেমায় প্লে-ব্যাক করেছেন। গানটি লিখেছেন খোশনূর আলমগীর এবং সুর সঙ্গীত করেছেন আনোয়ার জাহান নান্টু। এছাড়াও সালমা নতুন একটি ইউটিউব চ্যানেলের জন্য দেলোয়ার শাহনাজের কথা ও সুরে তিনটি এবং অন্য একটি ইউটিউব চ্যানেলের জন্য আবুল হোসেনের কথা ও এমবি মাহফুজের সুরে দুটি গান গেয়েছেন। সালমার সর্বশেষ প্রকাশিত গান হচ্ছে ‘তুলসী’। গানটি লিখেছেন ও সুর করেছেন দেলোয়ার শাহনাজ। গত ১১ অক্টোবর গানটি প্রকাশিত হয়। এদিকে সালমা’র ‘সাফিয়া ফাউন্ডেশন’ নিয়মিতভাবে সমাজের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। করোনায় লকডাউনের দিনগুলোতে এই ফাউন্ডেশন থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করার চেষ্টা করা হয়েছে। সালমা বলেন, ‘ভবিষ্যতে এই ফাউন্ডেশন থেকে আরো নানা ধরনের কার্যক্রমের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। সমাজের সাধারণ মানুষের পাশেই দাঁড়াবে সবসময় এই ফাউন্ডেশন। একজন শিল্পী হিসেবেই শুধু নয়, একজন মানুষ হিসেবে মানুষের কল্যাণে নিয়োজিত থাকতে চাই আজীবন।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।