বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানীতে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগ। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি ভুয়া নিয়োগপত্র, ৪টি ভুয়া নিয়োগপত্রের কপি, লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার কর্মকর্তার নামের সিল ও একাধিক ব্যক্তির বিভিন্ন পরীক্ষার মূল সার্টিফিকেট ২০টি।
গতকাল ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মো. ওয়াহিদ হোসেন জানান, গত সোমবার রাতে দারুস সালাম থানার বাগবাড়ির বারোআনি পাড়ায় অভিযান চালিয়ে মো. ইউনুছার রহমান (৪০) ও মো. নাসির (৪০) নামের দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেয়ার প্রলোভন ও ভুয়া নিয়োগপত্র দেখিয়ে হাছিবুল রহমান নামে এক ব্যক্তির কাছ থেকে ৫ লাখ টাকা আত্মসাৎ করে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় ১৬ নভেম্বর একটি মামলা দায়ের করা হয়। এরপর বাদীর দেয়া তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে তাদের গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা বিভিন্ন জেলার যুবকদেরকে সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।