Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রেম করছেন অবিকা গোর

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

‘বালিকা বধূ’ তারকা অবিকা গোর নিশ্চিত করেছেন তিনি ‘রোডিজ ১৭’ প্রতিযোগী মিলিন্দ চান্ডোয়ানির সঙ্গে প্রেম করছেন। অবিকা তার ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যুগল একটি ছবি পোস্ট করে তাদের সম্পর্কের কথা জানিয়েছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন এখনই বিয়ে করার পরিকল্পনা নেই তাদের। তিনি ছবির ক্যাপশনে লিখেছেন : “লা ভি অঁ রোজ (জীবন সুন্দর)। আমার উপাসনার জবাব পেয়ে গেছি। আমি আমার জীবনের ভালবাসার খোঁজ পেয়েছি। এই সদয় মানুষটি আমার। আর আমি তার.. চিরদিনের জন্য। আমাদের সবার এমন একজন সঙ্গী চাই যে আমাদের বুঝবে, আমাদের বিশ্বাস করবে, অনুপ্রাণিত করবে, সহায়তা করবে, আমাদের নিয়ে ভাববে। তবে আমাদের অধিকাংশ মনে করে এমন সঙ্গী পাওয়া অসম্ভব।” “স্বপ্নের মত লাগছে, তবে এটি বাস্তবতা। খুব বাস্তব। আমি সবার জন্য প্রার্থনা করি যাতে আপনারা আমার মতই অনুভব করেন,” অবিকা লিখেছেন। সমাজকর্মী মিলিন্দ চান্ডোয়ানি ২০১৯ সালে এমটিভি ইন্ডিয়ার ‘রোডিজ রিয়েল হিরোজ’ রিয়েলিটি শোতে অংশ নেন। তিনিও ইনস্টাগ্রামে তাদের সম্পর্কের কথা স্বীকার করেছেন। তিনি লিখেছেন : “জীবনকে বোঝা কঠিন। মানুষ সঠিক মানুষটির সন্ধান এমন সময় লাভ করে যখন সে ভাবতেই পারে না। এমনই এক মানুষ এসেছে আমার জীবনে যে শিশুদের নিয়ে আমার কাজে অনেক সহায়তা করেছে।” অবিকা গোর (২৩) ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত শিশু শিল্পী হিসেবে কার্লাস টিভির ‘জনপ্রিয় ‘বালিকা বধূ’ সিরিয়ালে আনন্দি ভূমিকায় অভিনয় করেছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তারকা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ